আমুদরিয়া নিউজ: মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ তুলে আরজি করের নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সমাজমাধ্যমে নিজেই একথা জানিয়ে কুণাল লিখেছেন, নির্যাতিতার পিতার বিরুদ্ধে আইনজীবী মারফত তিনি ব্যাঙ্কশাল কোর্ট-এ মামলা করেছেন। আদালতের নোটিসের ছবি পোস্ট করে কুণাল জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার বাবা বা তাঁর আইনজীবীকে কোর্টে হাজিরা দিতে হবে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে নির্যাতিতার পিতা বলেছিলেন, “সিবিআই ঘুষ খেয়ে তদন্ত নষ্ট করছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল (রফা) করেছে।” ওই মন্তব্যের প্রতিবাদে আগেই নির্যাতিতার পিতার বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি নোটিসও পাঠান নির্যাতিতার বাবাকে। সেই সময় হুঁশিয়ারি দেওয়া হয়েছিল , চিঠি পাওয়ার চারদিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী মামলা করলেন কুণাল।
