আমুদরিয়া নিউজ : কোরিয়ান গান, নাটক, মুভি সবকিছুই বিশ্বের বেশির ভাগ মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর সম্প্রতি এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদেরও বেশির ভাগ দেশ স্বীকৃতি দিয়েছে।
সম্প্রতি এক কে-পপ তারকা তাঁর কিছু কথায় সকলের মন জয় করেছেন। কে-পপ ব্যান্ড জাস্ট বি-এর তারকা বেইন, মঞ্চে এসে আনন্দের সাথে লেডি গাগার বর্ন দিস ওয়ে গানটি পরিবেশন করেছেন। ২৩ বছর বয়সী এই গায়ক এবং তাঁর ব্যান্ডটি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে তাঁদের জাস্ট ওডিডি ওয়ার্ল্ড ট্যুরের শেষ রাতে পারফর্ম করছিলেন।
অনুষ্ঠান চলাকালীন বেইন দর্শকদের সাথে কথা বলার জন্য কিছুক্ষণ সময় নিয়ে বললেন, পরবর্তী গান শুরু করার আগে তিনি দর্শকদের সাথে কিছু কথা শেয়ার করতে চান। এরপর তিনি জানান, তিনি এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের অংশ হতে পেরে গর্বিত। এটা শোনা মাত্র দর্শকরা আনন্দ আর উল্লাসে ফেটে পড়ে।
বেইন লেডি গাগার প্রশংসা করে বলেন, তিনি বেইনকে শিখিয়েছেন নিজেকে সকলের সামনে কীভাবে সুন্দর করে তুলে ধরা যায়। যারা এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের মানুষ অথবা যারা এই সম্প্রদায়কে ঘৃণা করেন না কিংবা সকল মানুষের জন্যই তিনি বর্ন দিস ওয়ে গানটি গেয়েছেন। এই সম্প্রদায়ের মানুষ হওয়াটা দোষের নয়। তাঁরা এভাবেই জন্ম নিয়েছে। ঈশ্বর তাঁদের এভাবেই বানিয়েছেন। তাঁরা যাকে ইচ্ছা ভালবাসতেই পারেন। তাঁরা যে কারোর ভালবাসা পাওয়ার যোগ্য। এই কথাগুলি সকলের মন ছুয়ে যায়। কথাগুলি বলে তিনি দর্শকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের ফুটেজে দেখা যায় , তিনি বলেন, দিনটা তাঁর কাছে অনেক দামী হয়ে থাকবে। তিনি নিজের মতো করে বাঁচতে পেরে খুবই স্বাধীন ও আনন্দিত অনুভব করেন। দর্শকরা আবারও উল্লাসে ফেটে পড়ে। শেষে তিনি সকলকে জীবনের শেষ মুহূর্তও পর্যন্ত সাহসী, আত্মবিশ্বাসী ও নিজের মন যেমন চাইবে তেমন ভাবে থাকার পরামর্শ দেন।
বেইনের একটি পোস্টও ভাইরাল হয় যা বহু মানুষের মনকে ছুয়ে যায়। তিনি সকলকে বলেন, সবার আগে নিজের প্রতি অনেক ভালবাসা ও সম্মান রাখতে হবে। তাঁর এই কথার পর অনেকেই কমেন্ট করেন যে তিনি অনেক মানুষের অনুপ্রেরণা। তাঁর একজন ভক্ত হতে পেরে গর্বিত, এমনও বলেছেন অনেকেই।