আমুদরিয়া নিউজ: কলকাতার পাওয়ারলিফটার অদিতি নন্দী আগামী বছর ভারতের হয়ে খেলবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। থাইল্যান্ডের পাতায়ায় ২৭ থেকে ২৯ নভেম্বর হবে এই প্রতিযোগিতা। অদিতি সেখানে প্রো পাওয়ারলিফটিংয়ের স্কোয়াট, ডেডলিফট এবং বেঞ্চ প্রেস—এই তিনটি ইভেন্ট অংশ নেবেন।
এই রাজ্যে সুযোগ-সুবিধা কম।, জাতীয় ট্রায়ালেও তিনি হাজির থাকতে পারেননি। ভিডিও পাঠিয়ে যোগ্যতা অর্জন করেছেন। তবু তিনি হাল ছাড়েননি। শুরুতে কোচ ছিল না, সবই নিজে শিখতে হয়েছে। পরিবার থেকেও খুব বেশি সমর্থন পাননি। অনেকেই ভাবতেন পাওয়ারলিফটিং করলে মেয়েদের শরীর নষ্ট হয় বা ঝুঁকি বেশি। কিন্তু অদিতির কাছে পাওয়ারলিফটিংই স্বপ্ন—নতুন কিছু করার ইচ্ছাই তাঁকে এগোনোর শক্তি দেয়। অদিতির এই যাত্রা রাজ্য ও দেশের নতুন মেয়েদেরও অনুপ্রেরণা দিতে পারে।