আমুদরিয়া নিউজ: সম্প্রতি ১ কোটি টাকা চেয়ে হুমকি ফোন পেয়েছিলেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। সেই ঘটনায় শনিবার কলকাতা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার কাছে ৭ টি হুমকি ফোন যায়। যেখানে তাঁর কাছে ১ কোটি টাকা চাওয়া হয়। জানা গিয়েছে, দিলীপ চৌধুরী নামে ওই অভিযুক্ত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নামে কপিল শর্মাকে হুমকি দিয়েছিল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে কলকাতা থেকে পাকড়াও করেছে মুম্বই পুলিশ। ধৃত কোনও গ্যাংস্টারের সঙ্গে জড়িত কিনা, নাকি খালি হুমকি দিয়ে ভয় পাইয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।