আমুদরিয়া নিউজ: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে এই খবর জানানো হয়েছে। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নানা ক্ষেত্রের গুণিজন। প্রতিবছরের মতো এবারের বইমেলার ঠিকানা সল্টলেকের করুণাময়ী প্রাঙ্গণে। এবারের বইমেলার থিম দেশ আর্জেন্টিনা। সোমবার সাংবাদিক সম্মেলনে গিল্ডের তরফে জানানো হয়, ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। এছাড়াও থাকবে দেশের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা। তবে থাকছে না বাংলাদেশ। গিল্ডের কর্তারা জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।