আমুদরিয়া নিউজ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ-জয়ী ৯৩ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। এই ইনিংসের মাধ্যমে সব ফরম্যাট মিলিয়ে তিনি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। কোহলির মোট রান এখন ২৮,০৬৮, তাঁর সামনে কেবল আছেন শচীন তেন্ডুলকার। ভাদোদরায় অনুষ্ঠিত ম্যাচে ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চার উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এবং তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। যদিও কোহলি অল্পের জন্য নিজের ৫৪তম ওয়ানডে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন, তবুও এটি ছিল তাঁর টানা পঞ্চম ওয়ানডে ইনিংস, যেখানে তিনি ৫০-এর বেশি রান করেন। ম্যাচ শেষে কোহলি বলেন, মাইলফলক নয়, বরং পরিস্থিতি অনুযায়ী খেলাই এখন তাঁর প্রধান লক্ষ্য।