আমুদরিয়া নিউজ: কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। তবে তার আগে চাপ বাড়ল কেকেআর শিবিরে। আইপিএল থেকে নাম তুলে নিলেন ইংরেজ স্পিনার মইন আলি। ব্যক্তিগত কারণে আর আইপিএলে খেলতে আসবেন না বলে জানিয়েছেন। এ ছাড়া রভমান পাওয়েলকে নিয়েও ধোঁয়াশা রয়েছে। চোট রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডারের। দু’জন তারকা ক্রিকেটারকে হারানোর ফলে একজনকে অল্প কয়েকদিনের জন্য সই করাতে চাইছে কেকেআর। তবে বাকি বিদেশি ক্রিকেটারেরা – কুইন্টন ডি’কক, স্পেন্সার জনসন, রহমানউল্লাহ গুরবাজরা বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন। যদিও প্লে অফে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে গিয়েছে কেকেআরের। ১২ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নাইটদের। বাকি দুটো ম্যাচ জিততেই হবে তাদের।