আমুদরিয়া নিউজ: সবুজরঙা বুলেটপ্রুফ ট্রেনে চিনে পৌঁছলেন উত্তর কোরিয়ার রাষ্ট্র প্রধান কিম জং-উন। মঙ্গলবার ভোরে তিনি চিনে পৌঁছান। জানা গিয়েছে, কিমের সঙ্গে রয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী চো সন-হুই ও অন্য সিনিয়র আধিকারিকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকবেন তিনি। পুতিন ও জিনপিংয়ের পাশে বসে কিমকে দেখতে পাওয়া নিশ্চিত ভাবে আন্তর্জাতিক আঙিনায় এক বিরল দৃশ্য হয়ে থাকবে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে চিন, রাশিয়া হোক বা ভিয়েতনাম, যখনই এই দেশগুলিতে গিয়েছেন, সবুজরঙা ওই ট্রেনে চড়েই গিয়েছেন কিম। শুধু কিম একা নন, বংশ পরম্পরায় এই ধরনের ট্রেনের ব্যবহার হয়ে আসছে কিমের পরিবারে। তাঁর বাবা কিম জং ইল এবং ঠাকুরদা কিম ইল সাং-ও বিদেশে এ ভাবেই ট্রেনে সফর করতেন। সেই পরম্পরা এখন বহন করছেন উত্তর কোরিয়ার বর্তমান প্রশাসক কিমও। গোটা ট্রেন ইস্পাতের পাতে মোড়া এবং বুলেটপ্রুফ। এত ভারী বলে গতিবেগ কখনওই ঘণ্টার ৬০ কিলোমিটারের বেশি হয় না। জরুরি অবস্থার কথা ভেবে সশস্ত্র অন্য যান এবং হেলিকপ্টারও থাকে ট্রেনে!
