আমুদরিয়া নিউজ : এবার ইজরায়েল হুঁসিয়ারি দিয়ে জানাল, ইরানের স্বৈরশাসক ও তার বাহিনী যদি নিরীহ মানুষের উপরে অত্যাতার, হামলা বন্ধ না করে তা হলে প্রতিবেশী দেশের এক স্বৈরাচারী শাসকের যা হয়েছিল তাই হবে। ইরানের পাশের দেশ ইরাকে সাদ্দাম হোসেন চার দশকের স্বৈরাচার চালিয়েছেন বলে অভিযোগ। ২০০৩ সালে সাদ্দামকে ক্ষমতা থেকে হটিয়ে দেয় আমেরিকা। তার পর সাদ্দাম আত্মগোপন করেন। ২০০৬ সাদ্দামকে গণহত্যার অভিযোগে ফাঁসি দেয় আমেরিকার মদতপুষ্ট ইরাক সরকার। কদিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, খোমেইনির মৃত্যু হলে তবেই থামবে ইরান-ইজরায়েলের যুদ্ধ।