আমুদরিয়া নিউজ : বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে বিএনপির নেত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা অনিশ্চিত। অসুস্থতার কারণে তিনি ভোটে দাঁড়াতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি তিনটি আসনে বিকল্প প্রার্থী নির্ধারণ করেছে। ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে খালেদার হয়ে মনোনয়ন জমা দেওয়া হবে। খালেদা জিয়া বর্তমানে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করায়, অনেকেই বিএনপির জয় নিশ্চিত বলছেন।