আমুদরিয়া নিউজ: উপরাষ্ট্রপতি পদে লড়তে ২২ সাংসদের সই জাল করেও শেষরক্ষা হল না। খারিজ হল মনোনয়ন পত্র। জানা গিয়েছে কেরলের বাসিন্দা জ্যাকব জোসেফ উপরাষ্ট্রপতি পদে লড়তে চেয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। ২২ জন সাংসদের সই-সহ মনোনয়ন জমা পড়ার পর স্কুটিনির সময় দেখা যায় সেখানে সাক্ষর রয়েছে ওয়াইএসআরসিপি সাংসদ মিথুন রেড্ডির। তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের। কারণ রেড্ডি বর্তমানে জেলবন্দি। এরপরই বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই জানা যায়, সেখানে বাকি যেসব সাংসদদের সাক্ষর রয়েছে সেগুলিও জাল। এরপরই বাতিল করা হয় মনোনয়ন। জগদীপ ধনকড়ের ইস্তফার পর আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন।
