আমুদরিয়া নিউজ: দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে মুক্ত হল কেরল। শনিবার কেরল বিধানসভার বিশেষ অধিবেশনে দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিজয়ন বলেন, ‘‘কেরল দেশের প্রথম চরম দারিদ্র-মুক্ত রাজ্য হল। এই বিধানসভা অতীতে অনেক ঐতিহাসিক ঘোষণার সাক্ষী থেকেছে। এখন আরও একটি মাইলফলক ছুঁল নব কেরল।’’ কেরল যে সম্পূর্ণ ভাবে চরম দারিদ্রসীমার বাইরে বেরোতে চলেছে, তা আগেই জানা গিয়েছিল। নভেম্বর মাসে সরকারি ভাবে তা ঘোষণা হওয়ার কথা ছিল। শনিবার কেরলের প্রতিষ্ঠা দিবস। তাই সেই দিনটাই বিজয়ন বেছে নিলেন ঐতিহাসিক ঘোষণার জন্য। ভারতের প্রথম রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেও বিশ্বে কেরল দ্বিতীয়। ২০২০ সালেই চিন ঘোষণা করেছিল সেখানকার প্রতিটি প্রদেশই চরম দারিদ্রমুক্ত।