আমুদরিয়া নিউজ: কেরলের ঝুলিতে অনন্য সাফল্য। স্বাধীনতার ৭৮ বছর পর কেরল হতে চলেছে দেশের প্রথম রাজ্য যেখানে চরম দারিদ্রসীমার নীচে থাকবেন না এক জনও। ১ নভেম্বর এই ঘোষণা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। রাজ্যকে দারিদ্রমুক্ত করতে পিনারাই বিজয়নের সরকার ‘এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট’ (ইপিইপি) চালু করে। এই প্রকল্পের লক্ষ্য ছিল রাজ্যের কোনও ব্যক্তি যাতে চরম দারিদ্রসীমার নীচে না থাকেন এবং উন্নয়নের থেকে যেন বঞ্চিত না হন। রাজ্য প্রশাসন জানিয়েছে, দারিদ্রসীমার নীচে থাকা এমন ৬৪ হাজার পরিবারকে ইপিইপি-র মাধ্যমে চিহ্নিত করা হয়। তার পর সেই পরিবারগুলির খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এবং জীবন নির্বাহের সংস্থান করেছে রাজ্য সরকার। মন্ত্রী এম বি রাজেশ বলেন, ‘‘দেশের মধ্যে প্রথম দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে কেরল। এটা অত্যন্ত গর্বের বিষয়।’’