আমুদরিয়া নিউজ: ভিকি-ক্যাটরিনার পরিবারে আসছে নতুন সদস্য। মঙ্গলবার নিজেরাই সুখবর দিলেন তারকা দম্পতি। এদিন সমাজ মাধ্যমে ক্যাটরিনার বেবিবাম্পের ছবি শেয়ার করে ক্যাট ও ভিকি জানিয়ে দিলেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। ক্যাপসনে তাঁরা লিখলেন, আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে। তাঁদের এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেব জুটি। ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের জয়পুরে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।