আমুদরিয়া নিউজ : মধ্যরাতে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের দক্ষিণ শ্রীনগরের নওগ্রাম থানা। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু ও ২৯ জনের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশকর্মী, এবং ৫ জনের অবস্থা গুরুতর। ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে, এই বিস্ফোরণটা কি দুর্ঘটনা, নাকি নাশকতা। উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, কোনও নাশকতা নয়। ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অযথা জল্পনা না করতে অনুরোধ করা হয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ত্রাসবাদী একটি মডিউল নিয়ে তদন্ত চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে।