আমুদরিয়া নিউজ: কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী লাইসেন্স বাতিল করল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। বুধবার জরুরি এক বৈঠকে বার কাউন্সিল ওই সিদ্ধান্ত নিয়েছে। বার কাউন্সিলের এই সিদ্ধান্তের কথা কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে জানিয়ে দেওয়া হচ্ছে৷ বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব বলেন, “তার এনরোলমেন্ট বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় বার কাউন্সিলেও এই সিদ্ধান্ত জানানো হবে। অভিযুক্তের সঙ্গে এখন থেকে বার কাউন্সিল বা কোনও আইনজীবী সংগঠনের কোনও সম্পর্ক থাকবে না।” পাশাপাশি এ দিন বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, কসবা কাণ্ডে নির্যাতিতা ছাত্রীর যদি কোনও আইনি সাহায্য লাগে তাহেল বার কাউন্সিলের পক্ষ থেকে বিনামূল্যে সেই সাহায্য করা হবে৷ শুধু তাই নয়, ছাত্রীর চিকিৎসা সংক্রান্ত কোনও প্রয়োজন হলেও কাউন্সিল সাহায্য করবে৷ আইন কলেজে ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে মনোজিতের৷ তার পরই তাঁর একের পর এক কুকীর্তির কথা সামনে এসেছে৷ মনোজিতের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় পুরনো মামলার কথা জানা গিয়েছে৷
