আমুদরিয়া নিউজ: কসবাকাণ্ডের জেরে ২৯ জুন থেকে বন্ধ ছিল ল কলেজ। অবশেষে সোমবার ৭ জুলাই কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কলেজ খুলল। জানা যাচ্ছে, সকাল ৮টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেকদিন কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত। তবে সমস্ত ক্লাসের পঠনপাঠন শুরু হয়নি। আপাতত ভর্তির দিকে বেশি জোর দিতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। বহিরাগত বা অন্য কোনও ব্যক্তির ক্ষেত্রে বৈধ অনুমতি ছাড়া কলেজে প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের তরফে মূল ঘটনাস্থল অর্থাৎ ইউনিয়ন রুম, গার্ডরুম ‘সিল’ করে রাখা হয়েছে। ওই এলাকায় কোনও পড়ুয়া বা শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রবেশের অনুমতি নেই। উল্লেখ্য, ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল তিন অভিযুক্ত ও সিকিওরিটি গার্ডকে হেফাজতে নিয়ে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।
