আমুদরিয়া নিউজ: বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকা বাজি ধরে মদ্যপানের প্রতিযোগিতা করতে গিয়ে মৃত্যু হল কর্নাটকের এক যুবকের। মৃতের নাম কার্তিক (২১)। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন কার্তিক। আর এখান থেকেই বাজি ধরে মদ্যপান করার ‘প্রতিযোগিতা’ শুরু হয়। খার্তিক জানান তিনি পাঁচ বোতল মদ্যপান করতে পারবেন। বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকা বাজিও ধরেন তিনি।
কার্তিকের বন্ধু জানান, তিনি যদি ওই পাঁচ বোতল মদ একবারে শেষ করতে পারেন, তা হলে ১০ হাজার নগদ দেবেন। কার্তিকও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। বাজি ধরে পরপর পাঁচ বোতল মদ্যপান করে ফেলেন । এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কার্তিক। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।এই ঘটনার পরই কার্তিকের ছয় বন্ধুর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে কার্তিকের পরিবার। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।