আমুদরিয়া নিউজ: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছরেই প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জড়িওয়ালা। জানা গিয়েছে, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু ততক্ষণে সব শেষ। ২০০২ সালে ডিজে ডলের একটি মিউজিক ভিডিওতে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্সে তুফান তুলে রাতারাতি সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। তখন থেকে তিনি ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। এছাড়াও ‘বেবি কাম না’ ওয়েব সিরিজে শ্রেয়স তালপাড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’ এবং ‘বিগ বস’ সিজন ১৩-তে অংশগ্রহণ করে ফের চর্চায় আসেন এই মডেল। শেফালি ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন সবমিলিয়ে। মডেল-অভিনেত্রীর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ।