আমুদরিয়া নিউজ : শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাজ্যপাল তাঁর বিরুদ্ধে ইমেল মারফত অভিযোগ জানানোর পর বুধবার কল্যাণও হেয়ার স্ট্রিট থানায় বোসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় পাল্টা অভিযোগ দায়ের করেন। রাজভবনের তরফে জানানো হয়েছে, সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলি গুরুতর এবং এতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সম্ভাবনা আছে।