আমুদরিয়া নিউজ: রাখি পূর্ণিমার দিন বোধোদয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টোপাল্টা বলে ফেলার জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি। শনিবার কল্যাণ বললেন, ”মহুয়া মৈত্র আমার কাছে কোনও বিষয় নয়। অনেক সময়, শক্তি এক জন মহিলার জন্য নষ্ট করেছি। তার জন্য অনেকের কাছে খারাপ হয়েছি। দিদিকেও (মমতা বন্দ্যোপাধ্যায়) উলটোপালটা বলে ফেলেছি। এটা না বললেই বোধহয় ভালো হতো।” কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, ”সকাল থেকে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) রাখি নিয়ে তিনবার আশীর্বাদ করেছে, আমিও তাকে প্রণাম জানিয়েছি।” গত সপ্তাহে কার্যত নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার জেরে অভিমানে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। সেই পদত্যাগপত্র গৃহীতও হয়। ইতিমধ্যেই এই ইস্যুতে মহুয়া ছাড়াও দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। এমনকী, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উগরে দেন একরাশ অভিমান।
