আমুদরিয়া নিউজ: দলবিরোধী কাজের অভিযোগে কন্যা কে কবিতাকে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে সাসপেন্ড করলেন দলের সুপ্রিমো তথা তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকে সোশাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হল, “দলবিরোধী কার্যকলাপের জন্য কবিতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন কেসিআর। এই মুহূর্ত থেকে এই সাসপেনশন কার্যকর হবে।” গত সোমবার কে কবিতা দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি খোলাখুলি বলেন যে, দলের কিছু নেতার কারণেই তাঁর বাবা কেসিআরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কবিতা এজন্য প্রবীণ নেতা টি হরিশ রাও এবং প্রাক্তন এমপি মেঘা কৃষ্ণ রেড্ডিকে কাঠগড়ায় তোলেন। হরিশ রাও এবং সন্তোষ কুমার নামে নেতারা তাঁকে দলে পিছন দিকে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ তোলেন প্রাক্তন এমপি কবিতা। এরপরই তড়িঘড়ি তাঁকে সাসপেন্ড করা হল। দিল্লির মদের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে বেশ কয়েক মাস জেলে ছিলেন কবিতা। তার পরেও অবশ্য রাজনৈতিক মূলস্রোতে ফিরে আসেন।