আমুদরিয়া নিউজ: আরজি কর-কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই মামলাটিরও শুনানি সেখানে হওয়া উচিত। মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আরজি কর কাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা এত দিন বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। সেটি থেকে সরে দাঁড়ালেন তিনি।
