আমুদরিয়া নিউজ: জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর শুক্রবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ এই নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বোর্ডের তরফে জানানো হয়, আজ দুপুর ২টোয় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হবে। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ হবে। গত ৭ অগস্ট রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু ওবিসি জটের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে হয়। ইতিমধ্যে তৈরি হওয়া মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই শুনানিতেই হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
