আমুদরিয়া নিউজ: পদার্থবিদ্যায় (ফিজিক্স) নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম মঙ্গলবার ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ২০২৫ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভোরেট এবং আমেরিকার জন এম মার্টিনিস। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজের জন্য এই তিন বিজ্ঞানী এ বছর নোবেল পেলেন। নোবেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে এ বারের পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ওঁদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।’’ উল্লেখ্য, পুরস্কারজয়ী তিন জনই মার্কিন বিজ্ঞানী।
