আমুদরিয়া নিউজ: দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি এবং মাহি ভিজ। শোনা যাচ্ছে কয়েক মাস আগেই নাকি বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় এই দুই মুখ। ইতিমধ্যেই সন্তানেরা কার কাছে থাকবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছে বলে খবর। জানা যাচ্ছে জয়ের উপরে মাহির সন্দেহ থেকেই নাকি সমস্যার সূত্রপাত। সূত্রের খবর, গত কয়েক বছর ধরে তাঁদের মধ্যে সমস্যা চলছিল এবং বেশ কিছুদিন ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। ২০১১ সালে বিয়ে সারেন জয়-মাহি। ২০১৭ সালে রাজবীর-খুশি নামে দুই সন্তান দত্তক নেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের সন্তান তারা জন্ম নেয়।