আমুদরিয়া নিউজ: ২ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট। গোটা দল এজবাস্টনে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। সেখানে মাঠে থাকলেও অনুশীলন করেননি জশপ্রীত বুমরাহ। শুধু ফিটনেস ট্রেনিং এবং ক্যাচিং অনুশীলন করেছেন। তবে কি বুমরাহকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিতে পারে ভারত? দল থেকে নির্দিষ্ট ভাবে কিছু জানানো না হলেও তৈরি হয়েছে জল্পনা। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ পাঁচটি টেস্ট খেলবেন না, তা আগেই জানা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনটি টেস্ট খেলার কথা তাঁর। তবে কোন তিনটি টেস্ট তিনি খেলবেন, তা জানানো হয়নি ভারতীয় শিবির থেকে। চলতি সিরিজে আপাতত ১-০ ব্যবধানে পিছিয়ে শুভমানের ভারত। এই অবস্থায় বুমরাহকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। বার্মিংহামে আরও একটা বদলে আসতে পারে। শার্দূল ঠাকুরের জায়গায় দলে আসতে পারেন নীতীশকুমার রেড্ডি।