আমুদরিয়া নিউজ: এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ওমানের বিরুদ্ধে নামবেন সূর্যরা। সূত্রের খবর, সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে জশপ্রীত বুমরাহকে। যেহেতু অর্শদীপ একটাও ম্যাচে খেলেননি, তাই বুমরাহর পরিবর্ত হওয়ার দৌড়ে তিনি যথেষ্ট এগিয়ে। আবার হর্ষিত রানার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওমান ম্যাচের সেভাবে কোনও গুরুত্ব নেই ভারতের কাছে। তাই বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ রবিরার সুপার ফোরে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচে বুমরাকে তরতাজা অবস্থায় চায় দল। তাই ওমান ম্যাচে তাঁকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় টিমের পক্ষ থেকে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি এখনও।