আমুদরিয়া নিউজ : তাইওয়ান ইস্যু নিয়ে চিন ও জাপানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তাই চিনে থাকা জাপানি নাগরিকদের সতর্ক থাকতে বলে দিল টোকিও। টোকিও-র সরকারি ভাষ্য অনুযায়ী, চিনে থাকা জাপানি নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। বাইরে বের হলে পরিবেশ খেয়াল রাখা এবং অপরিচিত লোকজন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি তাইওয়ান নিয়ে বিরোধের জেরে দু দেশের নানা বিবৃতি জারি হচ্ছে। চিনে জাপানিদের সম্পর্কে অনেক রটনা হচ্ছে বলে টোকিও খবর পয়েছে। তাই সে দেশে বসবাসকারী জাপানিদের সতর্ক করা হয়েছে।