আমুদরিয়া নিউজ: জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শিগেরু ইশিবা। রবিবার সাংবাদিক সম্মেলনে পদত্যাগের কথা তিনি জানিয়ে বলেন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। জাপানে এখনও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এবং তাদের জোটসঙ্গী কোমেইতো। গত বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইশিবা। কিন্তু গত এক বছর ধরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে ইশিবাকে নিয়ে অসন্তোষ দেখা দেয়। গত জুলাইয়ে জাপান পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরই প্রশ্নের মুখে পড়ে ইশিবার শাসনব্যবস্থা। শুধু বিরোধীদের মধ্যে নয়, দলের মধ্যেও ইশিবার পদত্যাগের দাবি ওঠে। দলের মধ্যে বিভাজন এড়াতেই ইশিবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত।
