আমুদরিয়া নিউজ: আট মহিলা সহ নয়জনকে খুনের দায়ে ‘টুইটার কিলার’কে ফাঁসি দিল জাপান। মানসিক বিকারগ্রস্ত তাকাহিরো শিরাইশির শুক্রবার ফাঁসি হয়েছে। জানা গিয়েছে, তৎকালীন টুইটার-এর মাধ্যমে অবসাদে ভোগা আত্মহত্যাপ্রবণ মানুষদের আলাপ জমাতেন তাকাহিরো। ‘টুইটার কিলার’ তাদের জানাত, সে তাঁদের সাহায্য করতে পারে নিজের জীবন শেষ করার ব্যাপারে। কিংবা কখনও এমনও বলত, সেও আত্মহত্যা করবে তাঁদেরই সঙ্গে। তার সেই ফাঁদে পা দিয়ে ফেললেই হত সর্বনাশ। অঙ্গপ্রত্যঙ্গ কেটে তাঁদের খুন করত তাকাহিরো। জানা গিয়েছে, এ পর্যন্ত আট মহিলা এবং এক পুরুষকে খুন করেছে এই যুবক। ২০১৭ সালের সেই মামলায় তাকাহিরোকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাঁর ফাঁসি হয়। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে শেষবার ফাঁসি হয়েছিল জাপানে।
