আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাপান সফরের মাঝেই পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করল জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা মোদির সঙ্গে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন সন্ত্রাসবাদের নিন্দা করে। এর মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার কথাও। বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দুই রাষ্ট্রনেতাই দাবি করেছেন আল কায়দা, আইএস, লস্করের মতো জঙ্গি গোষ্ঠী ও তাদের ছায়াগোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে। বন্ধ করতে সীমান্ত পেরিয়ে ঢোকা জঙ্গিদের কার্যকলাপও। বিবৃতিতে ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধান এবং গাজা-সহ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে জোরালো সওয়াল করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। দু’দিনের জাপান সফর সেরে আজই চিনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি।
