আমুদরিয়া নিউজ: স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেন অভিযান শুরু করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। সোমবার রাতে ফ্রান্সের আর্থার রিন্ডারনেকের বিরুদ্ধে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে জেতেন এই ইটালির টেনিস তারকা। ২৩ বছরের সিনার ইতিমধ্যেই তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। দু’বার অস্ট্রেলিয়ান ওপেন এবং এক বার ইউএস ওপেন জিতেছেন তিনি। গত বছর এই ফরাসি ওপেনেরই সেমিফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফরাসি টেনিস প্লেয়ার রিচার্ড গ্যাসকেট।