আমুদরিয়া নিউজ: আলকারাজকে হারিয়ে প্রথম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে তিন ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি। আলকারাজ এদিন শুরুটা আক্রমণাত্মক মেজাজে করেছিলেন। প্রথম সেটে ২-৪ গেমে পিছিয়ে পড়েও সেট আলকারাজই জিতেছিলেন। কিন্তু সিনার প্রথম সেট খুইয়েও ফিরে আসেন ম্যাচে। ম্যাচের রাশ ধীরে ধীরে নিজের হাতে নিয়ে নেন। এই প্রথমবার উইম্বলডন জিতলেন কোনও ইটালিয়ান টেনিস তারকা।