আমুদরিয়া নিউজ: বলিউডে ফের দুঃসংবাদ। ফ্ল্যাট থেকে উদ্ধার ‘জামতারা ২’ খ্যাত অভিনেতা সচিন চন্দওয়াড়ের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে পরিবারের সদস্যরা তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অভিনেতা হওয়ার পাশাপাশি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন সচিন। পুনের আইটি পার্কে চাকরি করতেন। নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম ড্রামা ‘জামতারা ২’-এ সচিনের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। খুব শীঘ্রই একটি মরাঠি ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। সেই তথ্য ও ছবি নিজের সমাজমাধ্যমে পোস্টও করেন সচিন। কী কারণে মাত্র ২৫ বছর বয়সে এমন সিদ্ধান্ত নিলেন তিনি তা জানতে তদন্ত শুরু হয়েছে।