আমুদরিয়া নিউজ: ছ’দিনের ভারত সফরে এসেছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, জয়শঙ্কর-মুত্তাকি বৈঠকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচলের পাশাপাশি সে দেশের বাণিজ্যবৃদ্ধি, বিবিধ পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দেখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক ভাবে স্থির হয়েছে নয়াদিল্লিতে আফগানিস্তানের বন্ধ হয়ে থাকা দূতাবাসটি চালু করা হবে। জয়শঙ্কর বলেন, “উন্নতি এবং বিকাশের লক্ষ্যে আমরা দুই দেশই এগোতে চাই। কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্তরকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত আমাদের দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়।” এদিকে, ভারতের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানও। আফগানিস্তানের মাটি কোনও অবস্থাতেই ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না বলে শুক্রবার তালিবান বিদেশমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বলেও বিদেশ মন্ত্রক সূত্রের খবর।
