আমুদরিয়া নিউজ : বুধবার হাজার হাজার মানুষ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি হস্তান্তর করেন। ঢাকায় অবতরণের কিছুক্ষণ পরেই জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে দেখা করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী এই কিংবদন্তী নেতার মৃত্যুতে ভারতের গভীর সমবেদনা জানান।