আমুদরিয়া নিউজ : দেশের প্রেসিডেন্টকে টিভিতে দেখতে ইচ্ছে করে না, এ কথা বলায় এক জেলবন্দিকে আরও ৬ মাস জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তিউনিশিয়ার একটি জেলের ঘটনা। তিউনিশিয়ার একটি মানবাধিকার সংস্থা সংবাদ মাধ্যমে জানিয়েছে, ওই ব্যক্তিকে একটি অভিযোগে গ্রেফতার কের জেলে পাঠানো হয়। পরে তিনি অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তি পান। কিন্তু, মুক্তি পাওয়ার নির্দেশের পরেও ছাড়া পাননি। তখন খোঁজ নিতে গিয়ে মানবাধিকার সংস্থা জানতে পারে, ওই ব্যক্তি জেলে টিভি চলাকালীন দেশের প্রেসিডেন্টের অনুষ্ঠান শুনতে চাননি, চ্যানেল পাল্টাতে বলেছিলেন। যে বিষয়টি আরেক বন্দি জেল কর্তৃপক্ষকে জানায়। তার পরে ফের ওই ব্যক্তিকে আরও ৬ মাস জেলে তাকতে হবে নির্দেশ দেওয়া হয়। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের অধিকারকে খর্ব করা বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাটি।