আমুদরিয়া নিউজ: এক মাস আগে হঠাৎই স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। এবার দিল্লির সরকারি বাসভবনও ছেড়ে দিলেন তিনি। সোমবার থেকে ধনখড়ের নতুন ঠিকানা হরিয়ানার রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-র প্রধান অভয় সিংহ চৌটালার দিল্লির ছতরপুর এনক্লেভের ফার্মহাউস। তবে সেখানে বেশি দিন থাকবেন না ধনখড়। সূত্রের খবর, ধনখড়ের জন্য ৩৪, এপিজে আব্দুল কালাম রোডে একটি বাংলো বরাদ্দ করা হয়েছে। তবে সেই বাংলো এখন সংস্কারের কাজ চলছে। সেই কাজ শেষ হতে প্রায় তিন মাস সময় লেগে যেতে পারে। সেই সময়টুকু চৌটালার ফার্মহাউসেই থাকবেন ধনকড়। এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি।