আমুদরিয়া নিউজ : সান্দাকফুতে মৃত্যু হল এক দক্ষিণবঙ্গীয় ট্যুরিস্টের। যাদবপুরের নিবাসী ৭২ বছরের অনিন্দিতা গঙ্গোপাধ্যায় পরিবার-সহ উত্তরবঙ্গ ঘুরতে বেড়িয়েছিলেন। কয়েক দিন ধরে দার্জিলিং এলাকার বিভিন্ন জায়গা ঘুরে তাঁরা সোমবার সান্দাকফুতে পৌঁছন। সেখানে পৌঁছনোর কিছুক্ষণ পরই অনিন্দিতার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে। পরিবার দ্রুত স্থানীয়দের সাহায্যে তাঁকে নিচে নামিয়ে সুখিয়াপনখরি ব্লক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা জানান, যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, উচ্চতা ও ঠান্ডার কারণে শরীরে চাপ বাড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। অনিন্দিতা বোনের পরিবারের সঙ্গে এই বেড়ানোর পরিকল্পনা করেছিলেন অনেক দিন আগে। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার শোকস্তব্ধ। স্থানীয় প্রশাসন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।