আমুদরিয়া নিউজ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার ঘটনায় গ্রেফতার ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। অভিযুক্তের নাম হিন্দোল মজুমদার। স্পেনে বসে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রকে। গত ১ মার্চ তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ব্রাত্য। সেখান থেকে বেরোনোর সময় দফায় দফায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল। ঘিরে ফেলা হয়েছিল শিক্ষামন্ত্রীর গাড়ি। মূলত বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছিলেন ব্রাত্য। অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। তাতে জখম হন ব্রাত্য নিজেও। পুলিশের অভিযোগ, এই হামলারই পরিকল্পনায় যুক্ত ছিলেন হিন্দোল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বি-টেক করেছিলেন হিন্দোল। বর্তমানে তিনি স্পেনে গবেষণারত। পুলিশের পক্ষ থেকে এর আগে একাধিকবার তাঁকে নোটিস দেওয়া হয়। এরপর তাঁর বিরুদ্ধে লুকআউট জারি করা হয়।
