আমুদরিয়া নিউজ : নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরে নরওয়ে ও ডেনমার্ককে কড়া বার্তা দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো প্রসঙ্গে তিনি দাবি করেন, আমেরিকা ছাড়া এই সামরিক জোটের অস্তিত্বই টিকত না। ট্রাম্পের বক্তব্য, তাঁর নেতৃত্বেই একাধিক যুদ্ধ বন্ধ হয়েছে, তবুও নরওয়ে তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়নি, যা তাঁর মতে অন্যায়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমেরিকা হস্তক্ষেপ না করলে ইউক্রেন এত দিনে রাশিয়ার অংশ হয়ে যেত। ন্যাটোভুক্ত দেশগুলিকে প্রতিরক্ষা খাতে আরও বেশি অর্থ ব্যয়ের আহ্বানও জানান তিনি।