আমুদরিয়া নিউজ: ভয়াবহ দাবানলে পুড়ছে জেরুজালেম। বুধবার থেকে জ্বলতে শুরু করেছে জ়েরুজ়ালেম পাহাড়ের বনভূমি। আকাশ ঢেকেছে বালিঝড়ে। যার জেরে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলবাহিনীকে। বন্ধ করে দেওয়া হয়েছে জ়েরুজ়ালেম-তেল আভিভ হাইওয়ে-সহ বহু রাস্তা। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বাতিল করে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের উদযাপন।
পাশাপাশি এই দুর্যোগের সময় আন্তর্জাতিক মহলের সাহায্যও চাওয়া হয়েছে। এদিকে দাবানলকে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দিচ্ছে বালিঝড়। দমকলের ১৫৫টি দল নামিয়েও আগুন আয়ত্তে আনা যাচ্ছে না। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও আহত হয়েছেন ১৩ জন। নেভানোর চেষ্টা চলছে। এক বিবৃতি দিয়ে ইজরায়েলের দমকল বিভাগ জানিয়েছে, দেশের ইতিহাসে এই দাবানল সবচেয়ে বড়। জাতীয় উদ্যান, জঙ্গল-সহ একাধিক জায়গায় বাসিন্দাদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার একর জমি পুড়ে গিয়েছে।