আমুদরিয়া নিউজ: শরণার্থী শিবির থেকে জল ভরতে যাওয়া শিশুদের উপর ড্রোন হামলা চালাল ইজরায়েলি সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে ৬ শিশু-সহ ৮ জনের। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য গাজায়। সংবাদ সংস্থা জানিয়েছে, গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে জল বিতরণ করা হচ্ছিল। সেখানে জল আনতে গিয়েছিলেন শরণার্থীরা। তখনই ইজরায়েল সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার জেরে মৃত্যু হয় ৮ জনের। এদের মধ্যে ৬ জন শিশু। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন। তবে এই হামলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে ইহুদি সেনা। তাদের সাফাই, প্রযুক্তিগত ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছে কেন এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
