আমুদরিয়া নিউজ: গাজার একমাত্র গির্জাতেও হামলা চালাল ইজরায়েল। সম্প্রতি ওই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও-সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। জানা গিয়েছে ইজরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার শয়ে শয়ে মানুষ শিশু ও প্রতিবন্ধীরা আশ্রয় নিয়েছিলেন এই গির্জায়। সেখানেই গোলা ছোড়ে ইজরায়েলের সেনা। এই হামলার নিন্দায় সরব হয়েছে সব মহল। চাপের মুখে এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়েছেন, গাজার হলিফ্যামিলি গির্জায় ভুল করে গোলা চলেছে। এই হামলায় ইজরায়েল গভীরভাবে শোকপ্রকাশ করছে।
