আমুদরিয়া নিউজ : লেবানন ও ইসরায়েলের মধ্যে প্রায় ৪০ বছর কোনও সরকারি বা বেসরকারি স্তরে বৈঠক হয়নি। কিন্তু, আমেরিকার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এক বৈঠকে ইজরায়েল ও লেবানন যোগ দিয়েছে। চার দশকের বেশি সময় পর ইসরায়েল ও লেবাননের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক আলোচনা। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানান, তাঁরা বিশদ আলোচনায় যেতে প্রস্তুত।