আমুদরিয়া নিউজ: ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েল! ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। এছাড়াও দুই পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি-দাভানি এবং মহম্মদ মেহদি তেহরানচির মৃত্যু হয়েছে এই হামলায়। এই হামলার মূল লক্ষ ছিল ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটিগুলি। যদিও এই আক্রমণ আসলে সতর্কতামূলক পদক্ষেপ, এমনটাই জানিয়েছে ইজরায়েলি সেনা। সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরানের তরফ থেকে লাগাতার পরমাণু হামলার আশঙ্কা করা হচ্ছে। সেটা যতদিন পর্যন্ত না নির্মূল করা যায় ততদিন চলবে এই হামলা। এই হামলার পালটা দেওয়ার হুঙ্কারও দিয়েছে ইরান। সেই কারণে ইতিমধ্যেই ইজ়রায়েলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
 
			 
					 
		 
		 
		 
		