আমুদরিয়া নিউজ: কাতারের রাজধানী দোহায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনে কথা বলেন মোদি। সমাজমাধ্যমে ফোনালাপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনে কথা বললাম। দোহায় হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। ভ্রাতৃসম কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করে ভারত। আমরা অশান্তি এড়িয়ে আলোচনা ও কূটনীতির মাধ্যমে যে কোনও সমস্যার সমাধানের পক্ষে। এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতার পাশে আছে ভারত। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করি।’’ মোদির বক্তব্যের আগে মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকও এক বিবৃতিতে জানিয়েছিল, দোহায় ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
