আমুদরিয়া নিউজ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হল পাকিস্তানে। গত তিন বছর ধরে শূন্য পড়ে থাকা ওই পদে সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিককে বসানো হয়েছে। ইমরান খান পাক প্রধানমন্ত্রী থাকাকালীন ২০২১ সালের মে মাসে কূটনীতিবিদ মঈন ইউসুফকে ওই পদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ২০২২ সালের এপ্রিলে ইমরান সরকারের পতনের পর থেকে ওই পদটি শূন্য ছিল।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে আইএসআই প্রধানের পদের দায়িত্ব পালন করছেন আসিম। এবার তাঁকে আরেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। এর আগে আসিম পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তরে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, বুধবার ভারত সরকার সাত বছর পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যদ পুনর্গঠন করে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’–এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে তার প্রধান নিয়োগ করেছিলেন। এবার নিয়োগ করা হল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও।