আমুদরিয়া নিউজ : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে মদত দিতে যে ১০ হাজার সেনা উত্তর কোরিয়া পাঠিয়েছে তাঁদের মধ্যে একটা বড় অংশ সুইসাইড স্কোয়াডের বলে মনে করা হচ্ছে। যা কি না ইউক্রেনের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ, একটি বিদেশি সংবাদ সংস্থার খবর অনুসারে, ইউক্রেনের সেনারা একটি জায়গায় যুদ্ধের সময়ে উত্তর কোরিয়ার কয়েকজন সৈন্যকে প্রায় ধরে ফেলেছিলেন। কিন্তু, ইউক্রেনের সেনারা কাছে পৌঁছনোর আগেই তউত্তর কোরিয়ার এক সেনা নিজের শরীরে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। এভাবে ইউক্রেনের সেনাদের সঙ্গে যেখানে তাঁরা পেরে ওঠেননি সেখানে আত্মঘাতী হয়েছেন বলে সংবাদ সূত্রটি দাবি করেছে। এমনকী, উত্তর কোরিয়ারা সেনারা আত্মঘাতী হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এই অবস্থায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে প্রায় ৩০০ জন উত্তর কোরিয়ার সেনা মারা গিয়েছেন। ২৭০০ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ উত্তর কোরিয়ার দুই সেনাকে বন্দি করতে পেরেছে। আহত যোদ্ধাদের জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ করেছে। বন্দি ইউক্রেনীয় সেনাদের জন্য বন্দি বিনিময়ের সম্ভাবনা তৈরি হয়েছে।